পার্বতীপুরে ৬নং মোমিনপুর ইউনিয়ন শাখা আ’লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত।

Spread the love

হেলাল উদ্দিন পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুরের যশাই উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ও দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও সভাপতি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী করতে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

৬ নংমোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশরেকুল আলম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃআমজাদ হোসেন,

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক সর্দার, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুকশানা বারী রুকু,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতানা নাসরিন,৫ নংচন্ডীপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান সরকার। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহারিয়া ইফতেখার চৌধুরী বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়ন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন স্বপন।উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,প্যানেল মেয়র মন্জুরুল ইসলাম মন্জুসহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এর বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।