ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষিকা ক্লাস না নিয়ে হাজিরা খাতায় হাজিরা দিয়ে প্রতি মাসের বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষিকা মোছাঃ মেরীনা আক্তার বানু সে তার চাকুরীর শুরু থেকে এ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টার পরিবর্তে ১১টায় মাদ্রাসায় এসে হাজিরা খাতায় সহি করে প্রতি মাসে বেতন ভাতা উত্তোলন করে আসছে। বেশ কিছু ১০ম শ্রেণির ছাত্র অভিভাবক আমাদের প্রতিনিধিকে জানান, গত জানুয়ারী থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ২৩ দিন ১০ শ্রেণির ক্লাস নিয়েছেন। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। কিন্তু তার কোন প্রতিকার না হওয়ায় উক্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে বলে অভিভাবক মহল জানান।
মন্তব্য করুন