পঞ্চগড় প্রতিনিধি: একরামুল হক মুন্না
পঞ্চগড় বোদা উপজেলার বনগ্রাম বেংহারী ইউনিয়ন পরিষদ এর নতুন বন্দর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে । বর্তমান গৃহবধূ পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সুত্রে জানাযায় গত ২৭ জুন (মঙ্গলবার) বিকেলের দিকে নতুন বন্দর এলাকার মোঃ বসির এর স্ত্রী মোছাঃ হালিমা বেগম বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিলেন এসময় পাশের বাড়িওয়ালা মোঃ নাছির উদ্দীন এর স্ত্রী মোছাঃ আর্নিকা বেগমের বাড়িতে ধুলো যাওয়া নিয়ে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে দেশিয় লাঠিসোঁটা নিয়ে
হালিমাকে বেধড়ক পেটায় মাথায় আঘাতে তার মাথা ফেটে যায়।
আহত হালিমা জানায়, আমার দুর্বল ও দরিদ্র হওয়ার কারণে প্রায়সময় আমাদের তেড়েফুঁড়ে আসে এককথায় তাদের প্রভাব আমাদের উপর বিস্তার করে, তাদের বাড়িতে ধুলোই যায়নি পূর্বের রেশ থেকে ঝগড়া লাগায় উত্তর দিয়েছি বলেই পশুর মতো আমাকে সবাই মিলে পিটিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
আহত হালিমার স্বামী মোঃ বসির উদ্দিন জানায়, ঘটনার সময় বাড়িতে না থাকায় আমার বাউকে এভাবে মেরেছে তার পূর্ব থেকেই আমাদের দেখতে পারেনা উনিশ, বিশ, হলেই বাড়িতে তেড়ে আসে মারতে অন্যায় ভাবে আমার বউকে পিটিয়ে মাথা ফাটিয়েছে ,বিয়ের মাঝে তাকে উপহার দেওয়া স্বর্ণের চেইনটির কোনো খোঁজ নেই। আমরা অসহায় মানুষ দেশ ও জাতির কাছে ন্যায্য বিচার চাচ্ছি।
এ ঘটনায় অভিযুক্ত আর্নিকা ও নাছির এর সাথে কথা বলতে গেলে তারা বিষয় টি এরিয়ে যায়।
এবিষয়ে ৩নং বনগ্রাম বেংহারী ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য মোঃ আবু তালেব জানান, মারামারির ঘটনা আমি লোকোমুখে শুনেছি তবে এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।
তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে ৩নং বনগ্রাম বেংহারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সাহেব আলী জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো।
মন্তব্য করুন