নবাবগঞ্জ, দিনাজপুর এম. রুহুল আমিন প্রধান।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ১কি:মি: উত্তর পশ্চিমে শালবন। এই শালবনের উত্তর পাশ ঘেষেই বিশাল আশুড়ার বিলের অবস্থান। বিলটিতে তৈরী করা হয়েছে পোনা মাছ ভয়াশ্রম । অভয়াশ্রমটি বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষন ও প্রজনন ক্ষেত্র হিসেবে খুবই গুরুত্বপূর্ন। দিনাজপুরের নবাবগঞ্জে এই বিখ্যাত আশুড়ার বিলে নির্মিত হয়েছে প্রায় ৯০০ মিটার দৈর্ঘ্যের শাল কাঠের আঁকাবাঁকা সেতু । পর্যটকদের প্রাধান্য দিয়ে উপজেলা প্রশাসন এটি নির্মাণ করেছে। নাম রাখা হয়েছে ‘শেখ ফজিলাতুন্নেছা সেতু’। সেতুটি এলাকায় সুনাম অর্জন করেছে।
মন্তব্য করুন