র‍্যাব-১৩’র অভিযানে প্রায় ৫ মণ গাঁজা এবং ইয়াবাসহ ০১ (এক) জন গ্রেফতার।

Spread the love

 

 

র‍্যা্যা্যা্যা্যা্যা্যা্য

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী- সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‍্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে।

 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ জুলাই ২০২৩ খ্রিঃ ভোর ০৪.১০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাও সদর থানাধীন ১৩ নং গড়েয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড এর মিলনপুর গ্রামে মোঃ জুলফিকার ঢালীর (৩০) বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯৩ (একশত তিরানব্বই) কেজি গাঁজা (প্রায় ৫ মণ),১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৩০,২০০/- (এক লক্ষ ত্রিশ হাজার দুইশত) টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী,মোঃ জুলফিকার ঢালী (৩০), পিতা- মোঃ আবু সাঈদ ঢালী, সাং- আরাজি মিলনপুর, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও কে গ্রেফতার করে। মাদক বিরোধী এই অভিযানটি সাম্প্রতিক কালে র‍্যাব-১৩’র সবচেয়ে বড় অভিযান যেখানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তির মূলকপি স্বাক্ষর করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ

 

 

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।