ঘোড়াঘাটে সমবায় অফিসার গাইবান্ধা জেলা থেকে দিনাজপুর জেলায় অফিস করায় জনগণ ভোগান্তির স্বীকার I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সমবায় অফিসার গাইবান্ধা জেলা থেকে দিনাজপুর জেলায় অফিস করায় জনগণ ভোগান্তির স্বীকার হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার প্রায় ২০ বছর থেকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় যানবাহনযোগে এসে অফিস করছে। কোন কোন দিন যানবাহনে অফিসে আসতে দেরী হওয়ায় ঘোড়াঘাট উপজেলা সমবায় অফিসে কাজ করতে আসা লোকজন ভোগান্তির স্বীকার হচ্ছেন। শুধু তাই নয়, ঘোড়াঘাট উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার দীর্ঘদিন অফিসে থাকায় ঘোড়াঘাট উপজেলার এলাকার লোকজনকে চিনে নেয়ার পর কারো কারো সঙ্গে খারাপ আচরণ করছে। বাংলাদেশ সরকারী আইনে বলা রয়েছে, কোন সরকারী কর্মকর্তা/কর্মচারী চাকুরী করতে হলে স্ব স্ব অফিস কর্মস্থল থেকে ১ কিঃ মিঃ দূরত্বের মধ্যে থাকতে হবে। ঘোড়াঘাট উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার এ আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখে অফিস করছে। তার খুঁটির জোর কোথায়? এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্তপূর্বক প্রদীপ কুমার সরকারের ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানান।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।