জয়পুরহাটে নানা আয়োজনে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

Spread the love

 

 

 

 

জয়পুরহাট প্রতিনিধিঃ  ওমর আলী বাবু।

জয়পুরহাটে নানা আয়োজনে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৬ পেরিয়ে ২৭ বছরে পদার্পন উপলক্ষে গতকাল বিকেল জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এরপর আলোচনা সভায় এটিএন বাংলার জয়পুরহাট জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন খান চিশতী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা ও দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাছরাঙা টিভির জয়পুরহাট সংবাদদাতা আল মামুন।

বক্তরা বলেন, দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মন জয় করেছে। আগামীতে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চ্যানেলটি আরও এগিয়ে যাবে।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

 

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।