ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দিনে রাতে বিদ্যুতের লোডশেডিং জনগণ রোপা আমন ধান রোপন করতে পারবেন না বলে দিশেহারা হয়ে পড়েছে। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবার ঘোড়াঘাটে আষাঢ় মাসে বৃষ্টি কম হয়েছে। আর এ কারনে শ্রাবণ মাসে কৃষকের রোপা আমন ধান মাঠে লাগানো শুরু হয়েছে। এর মধ্যে বিদ্যুতের দিনে সাতবার, রাতে ছয়বার লোডশেডিং দেয়ায় বিদ্যুৎ চালিত মোটর বা গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলনের সময় ড্রেনের পানি জমিতে না পৌছাতেই বিদ্যুৎ আবারও চলে যাচ্ছে। শুধু তাই নয় রাতের বেলায় বিদ্যুতের লোডশেডিং দেয়ায় বাড়ীতে থাকা শিশু বাচ্চাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠছে ও চুরি, ছিনতাই বৃদ্ধি হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট পলী বিদ্যুৎ অফিসে দায়িত্বে থাকা ডিজিএম এর সঙ্গে কথা বললে সে জানান, উপর থেকে বিদ্যুৎ সাপ্লাই না আসায় ও পলাশবাড়ী থেকে বারবার বিদ্যুৎ বন্ধ করে দেয়ায় এ অবস্থা। এ ব্যাপারে বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন