জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।
জয়পুরহাটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাদ্রাসার এক সহকারী শিক্ষক কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট ক্যাম্প)।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম (৫৬) ভাদসা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সদর উপজেলার ভাদসা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম জয়পুরহাট সদরের তেঘর রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তাকে সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্য করুন