লক্ষ্মীপুরের যুবলীগ নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার।

Spread the love

 

 

 

 

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

মাহমুদুল হাসান স্বাক্ষরিত সাংবাদিকদের নিকট পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তথ্য প্রযুক্তির সহায়তায় ১২ আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পাটানা হাট এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নেহাল (৪০) কে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী নেহাল ( 80 ) নোয়াখালী জেলার চাটখিল থানাধীন পশ্চিম দেলিয়াই গ্রামের মাওলানা অলি উল্যাহ এর ছেলে। অত্র মামলার ভিকটিম মৃত মামুনুর রশিদ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে ভিকটিমের সাথে স্থানীয় সন্ত্রাসীদের দ্বন্দের সৃষ্টি হয়। ঘটনার তারিখ গত ১৮ মে ২০১৫ ইং তারিখ ভিকটিম মামুনুর রশিদ নোয়াখালী চাটখিল থানাধীন দেলিয়ার বাজার হতে বাড়ি আসার পথে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিয়া গ্রামে পৌঁছলে আসামী নেহাল (৪০) ও মামলার অপরাপর আসামীগন পরিকল্পিতভাবে ভিকটিমকে গুলি করে হত্যা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ফখরুল ইসলাম আসামীদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামী নেহাল (৪০) এর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এর রায় ঘোষণা করেন। র‍্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নেহাল (৪০) কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১, সিপিসি-৩ ও র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর যৌথ আভিযানিক দল ১২/০৮/২০১৩ ইং তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামী নেহাল (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।