ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে রুহুল কুদ্দুস মোল্লা।
দিনাজপুরের ঘোড়াঘাটে খড়া জাল ও কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরা হলেও দেখার কেউ নেই বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বাংলাদেশ সরকার পোনা মাছ না ধরার জন্য আইন পাশ করেছে। কেউ যদি পোনা মাছ ধরার সময় আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরা পড়লে তার জন্য সশ্রম কারাদন্ড দেয়ার বিধান আছে। অপর দিকে ওই আইনে বলা হয়েছে জালগুলো আটক করে জন সম্মুখে পুড়ে ফেলার বিধান রয়েছে। এসবের কিছুই মানা হচ্ছেনা ঘোড়াঘাটে। প্রকাশ্যে পোনা মাছ ধরে হাট বাজারে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে ঘোড়াঘাট মৎস্য কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন