জয়পুরহাট প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল সাতটায় ভার্চুয়ালি আলোচনা সভায় জেলা জামাতের আমির ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম । স্থানীয় দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন হাসিবুল আলম এ্যাড. মামুনুর রশিদ মাওলানা মাহমুদুল হাসান প্রভাষক মোস্তাফিজুর রহমান এস এম রাশেদুল আলম সবুজ ও উপজেলা আমির সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আল্লামা সাঈদী এদেশের সকল ধর্মমতের প্রিয় মানুষ ছিলেন। তারা আজীবন তাকে স্মরণ করবে। তার রেখে যাওয়া কাজকে এদেশের দেশপ্রেমিক মানুষরাই এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ‘আল্লামা সাঈদীর জীবনের পুরো সময়টাই কুরআনের জন্য বরাদ্দ ছিল। কারাগারেও তিনি দ্বীনের দাওয়াত সম্প্রসারণে কাজ করে গেছেন।
তিনি আরও বলেন
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) আমৃত্যু কুরআনের পথে অবিচল ছিলেন। বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে জাতিকে সত্য ও সুন্দরের পথ ইসলামের দিকে নিয়ে আসার লড়াই চালিয়ে গেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা তিনি সোচ্চার ছিলেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তার কণ্ঠ উচ্চকিত ছিল। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করতে চেয়েছিল তারাই আল্লামা সাঈদী’র বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা রচনা করেছে। তিনি দেশে ইসলাম প্রতিষ্ঠা করে আল্লামা সাঈদীসহ সকল শহীদের রক্তের বদলা নিতে সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তাগণ আরো বলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে হারিয়ে আমরা শোকার্ত কিন্তু এই শোককে শক্তিতে রুপান্তরিত করে মরহুমের জীবনী থেকে শিক্ষা নিয়ে ময়দানে দীনি আন্দোলনের কাজকে আরো বেগবান করতে হবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন