নবাবগঞ্জে হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ  করলেন এমপি শিবলী সাদিক 

Spread the love

ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জে হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ঢেউটিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃপারুল বেগম  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফা ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজু বণিক সমিতি সভাপতি মোঃমতিবুর রহমান  অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়,গতকাল রোববার সকালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ে উপজেলার শালদীঘি ৪৯ টি হরিল্লখুর ৩১ টি ও রামভদ্রপুর ২০ টি পরিবারের ঘরের টিনের চাল উড়ে গেছে। কোনো ঘরের সামনের বারান্দার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,ঘূর্ণিঝড়ে তিন উপজেলায় প্রায় শতাধিক বাড়িঘর, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের তিন হাজার টাকা, এক বান্ডিল টিন ও শুকনো খাবার দেওয়া হয়েছে। আমার নিজস্ব তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা করে প্রত্যকেটি পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।