মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আজ রবিবার ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তেলায়ত করেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তা পারভীন লিপি। গিতা ও বাইবেল থেকে পাঠ করেন যথাক্রমে পপি রাণী পাল ও রুমি হাজদা।
নবাবগঞ্জের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের নারী শিক্ষার্থীদের বাতিঘর খ্যাত নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্বোধনী ক্লাসে নবাগত ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুসরাত জাহান। নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মিসকাত জাহান মিতু।
প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফলের জন্য এরই মধ্যে এই কলেজ টি এলাকার শিক্ষা সচেতন মহলের নজরে এসেছে। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরহাদ হোসে, প্রতিষ্ঠা অধ্যক্ষ আব্দুল হাকিম।
নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছানোয়ার রহমান ছাত্রীদের প্রকৃত মানুষ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূগোল বিভাগের প্রদর্শক আব্দুল করিম।
মন্তব্য করুন