নবাবগঞ্জে শেখ রাসেল দিবস পালিত I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ১৮ অক্টোবর বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগীতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ রাসেল দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্ জিয়াউর রহমান মানিক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বীর মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত তালুকদার, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার শাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার তারেক সেফাতি, বিট কর্মকর্তা খায়রুল আলম, সমবায় কর্মকর্তা নাছিমুল হক, সাব-রেজিষ্ট্রার নাফিসা নাওয়াল প্রভা, মৎস কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার, নবাবগঞ্জ দ্বি-মূখী বালিকা দাখিল মাদ্রাসর সুপার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী প্রমূখ। এ ছাড়াও উপজেলার দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।