জয়পুরহাট জেলাপুলিশ তিন ক্যাটাগরিতে সারাবাংলাদেশের মধ্যে প্রথম।

Spread the love

জয়পুরহাটপ্রতিনিধিঃ ওমর আলী বাবুI
জয়পুরহাট জেলাপুলিশের পক্ষ থেকে বিভিন্নমামলা তদন্তের পর আদালতেজমা দেওয়া চার্জশীট ভিত্তিতে সাজা হয়েছে ৬৭.৬৮ শতাংশ আসামির। যা দেশের মধ্যে সর্বোচ্চ। ওয়ারেন্ট তামিলে ধারা বাহিক ভাবে ওয়ারেন্ট মাস্টার খ্যাত জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছে।এছাড়াও আইন শৃংখলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট বরাবরের মতো প্রথম স্থান অক্ষুন্ন রেখেছে।পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক কনফারেন্সে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আলমামুন। উক্ত কনফারেন্সে পুলিশের আইজিপির সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পুলিশসপ্তাহ ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করায় ইতিপূর্বেও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জয়পুরহাট জেলাপুলিশসুপার মোহাম্মদ নূরেআলমের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরেআলম জানান, জয়পুরহাট জেলাপুলিশ সবসময় পেশা দারিত্বের সাথে কাজ করে আসছে। জেলাপুলিশ টিমন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এলক্ষ্যে মামলা তদন্ত কার্যক্রম সঠিকভাবে তদারকির পাশাপাশি বিচারিক কার্য ক্রমের সময় সঠিকভাবে সাক্ষীহাজির করাটাও আমি নিবিড়ভাবে তদারকি করি। এবং আসামি গ্রেফতারের বিষয়টিআমি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করি।
জানা গেছে, পুলিশ সুপার হিসেবে জয়পুরহাটে মোহাম্মদ নূরেআলম যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, গুরুত্বপূর্ণ সড়কে, স্থানীয় থানাপুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবির টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছিলেন। এর ফলে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে সারাদেশে এবারও মাদক, জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।