বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার প্রতিষ্টাতা ডাক্তার সায়েফ উদ্দীনের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত।

Spread the love

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার সায়েফ উদ্দীনের ৪৬ তম মৃত্যু বার্ষিকী মাদ্রাসার নবনির্মিত মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে।
আজ(২২/১০/২০২৩ ইং) রোজ রবিবার  বাংলা কার্তিক মাসের ৬ তারিখে বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার সায়েফ উদ্দীনের ৪৬ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
আজ সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরান তেলায়তের মাধ্যমে মাদ্রাসার নবনির্মিত মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহসভাপতি শাহ মো: আলোমগীর ওরফে আলোম শাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি এই এলাকার মানুষ। বিধায় মরহুম ডাক্তার সায়েফ উদ্দীনকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তিন ( সায়েফ)তার সারা জীবনের অর্জিত সম্পদের প্রায় সবটুকু দিয়ে অত্র অঞ্চলের শিক্ষানুরাগী মানুষের সহায়তায  ১৯৪২সালে প্রতিষ্ঠা করেন বর্তমানের বোয়ালমারী কাজদহ ফাজিল মাদ্রাসা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা  পরিবারের সদস্য ডাক্তার সায়েফ এর  নাতি সাইফুল ইসলাম বলেন, আমার দাদা অত্র অঞ্চলে শিক্ষার প্রসারের লক্ষ্যে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে গেছেন। এখন এর উত্তরোত্তর উন্নয়নের জন্য আমাদের কাজ করে যেতে হবে।
অন্যান্যের মধ্যে মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগী ও সুধিবৃন্দ।
পরে কবরের পাশে গিয়ে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুল  হোসেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।