দিনাজপুরের নবাবগঞ্জে পুটিমারা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দে উন্নয়ন প্রকল্প হচ্ছে না।

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের সাথে ইউপি সদস্যদের দ্বন্দের কারণে উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। তারা সভা করতে না পারায় ওই প্রকল্পের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করতেও পারছেন না। জানা যায়, চলতি অর্থবছরে উপরোক্ত ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা-কাবিটা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ ১ম কিস্তির চাল গম ও নগদ অর্থ বরাদ্দ দিয়ে তার বিপরীতে কর্তৃপক্ষ প্রকল্প দাখিল করতে বলে। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে চেয়ারম্যান একজন ইউপি সদস্যের বিরুদ্ধে সরকার বিরোধী বক্তব্য প্রদান সহ উন্নয়নমূলক কাজে বাধাদানের অভিযোগ করলে তা তদন্ত হয়। এরপর পরিষদের ১১ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অনাস্থার অভিযোগ দায়েরসহ সংবাদ সম্মেলন করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তে পরিষদ পরিচালনা করে আসছেন। সদস্যদের না জানিয়ে প্রকল্প গ্রহণ করেন। তাকে বারবার অনুরোধ করার পরও তিনি তার স্বজনপ্রীতি দুর্নীতি ও লুটপাট কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় অফিস সহকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পুটিমারা ইউনিয়নের তালিকা না পাওয়ায় ওই ইউনিয়নের তালিকা ছাড়াই কর্তৃপক্ষের কাছে অন্যান্য ইউনিয়নের প্রকল্প তালিকা পাঠানো হয়েছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।