ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক ও দলিত জাতিগোষ্ঠী নারীদের স্বনির্ভরতা অর্জন ও নারীর ক্ষমতা সৃৃৃষ্টির লক্ষে ১ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সেলাই প্রশিক্ষণে ২৫জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
রোববার বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর প্রসপারিটি প্রকল্প অফিসের আয়োজনে সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন, শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার, সহকারী কারিগরি কর্মকর্তা জীবিকায়ন মো. আলমগীর হোসেন, দীপক কুমার রায়, পুষ্টি ফারুক হোসেন।
মন্তব্য করুন