মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবাবগঞ্জ এর আয়োজনে ২০২৩—২৪ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর এর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহাবুবুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল হাসান। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন। কৃষকদের উদ্দেশ্যে দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এজন্যে কৃষকের উন্নয়নে কৃষিক্ষেত্রে ব্যাপক সহায়তা দেয়া হচ্ছে। টেকসই কৃষি উন্নয়নের জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষির বহুমুখীকরণের মাধ্যমেই কৃষির উন্নয়ন সম্ভব।
মন্তব্য করুন