ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বর্ণকারের মোটর সাইকেলের ভিতরে বিষধর সাপ চালক আতঙ্ক হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ১৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর গ্রামের সুদীপ স্বর্ণকার তার একটি পালসার মোটর সাইকেল নিয়ে বাড়ী থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান ওসমানপুর বাজারে স্বর্ণের দোকানে এসে মোটর সাইকেলটি দোকানের সামনে রেখে স্বর্ণের কাজ শুরু করেন। কাজ শেষে মোটর সাইকেলটির কাছে এসে দেখে তার মোটর সাইকেলে একটি বিষধর সাপ ফনা তুলে আছে। ওই সময় সুদীপ স্বর্ণকারের চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে সাপটি মোটর সাইকেলের ভিতরে লুকিয়ে পড়ে। শেষে মোটর সাইকেলটি স্থানীয় মেকানিক্সের নিকট নিয়ে গিয়ে তার সব যন্ত্রপাতি খুললে বিষধর সাপটি বেরিয়ে আসে। ওই সময় স্থানীয় লোকজন সাপটিকে মেরে ফেলে। এ ব্যাপারে মোটর সাইকেল চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘোড়াঘাট স্বর্ণকারের মোটর সাইকেলের ভিতরে বিষধর সাপ চালক আতঙ্কI
Older Postহিলিতে বিজিবি-বিএসএফের বৈঠকl
মন্তব্য করুন