নবাবগঞ্জে নতুন আলুর কেজি ২০০ টাকা।

Spread the love

এ.রাশিদ, নবাবগঞ্জ

নবাবগঞ্জে বিভিন্ন বাজারে প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। রবিবার(১৯ নভেম্বর) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ,  বিরামপুর বাজারে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে। গত বছর এ আলু ৪০০ টাকায় বিক্রি হয়েছিল।শনিবার (১৮ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ  উপজেলার টুপিরহাট এলাকার চাষিরা আগাম জাতের আলু তুলে এনে নবাবগঞ্জের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করেন।কায়য়ুম  নামে এক চাষি জানান, দেশী জাতের নতুন আলু ২০০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। বছরের নতুন সবজি ও নবান্ন উৎসবকে সামনে রেখে আলুর দাম বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন।

বিরামপুরে রেলবাজারে ২০ কেজি ও বাহাদুর বাজারে ৫০ কেজির মত আলু আসে। যা সকালে বিক্রি হয়ে গেছে। তবে আলুগুলো এখনো ভালোভাবে পরিপক্ক হয়নি।

তিনি বলেন, ৫০ কেজি আলু বাহাদুর বাজারে এক কাঁচামাল ব্যবসায়ীর কাছে ১২০ টাকা কেজি দরে বিক্রি করি। বাকি আলু পরিপক্ক ও বড় হলে তুলবেন। নতুন দামে তিনি খুশি।

এ বিষয়ে কাঁচামাল ব্যবসায়ী মেহিদী শুটকু বলেন, ২০ কেজি আলু ১২০ টাকা দরে কিনে ১৪০ থেকে ২০০ টাকায় বিক্রি করেছি। এক সপ্তাহের মধ্যে বাজারে আগাম জাতের নতুন আলু পাওয়া যাবে।

টুপিরহাট বাজারে আসা মো: শাফিউল ইসলাম  বলেন, দেখলাম বাজারে নতুন আলু উঠছে। কেজি ১৪০ টাকা। সকালে নাকি ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দাম বেশি হওয়ায় আধা কেজি আলু কিনেছি।
আলু বিক্রেতা নুরুজ্জামান শাহিদ  বলেন ১০ কেজি আলু বিক্রির জন্য এসেছি। দাউদপুর বাজার  থেকে ১৩০ টাকা কেজি কিনে ২০০ টাকায় বিক্রি করছি। কেউ ১০০ গ্রাম, কেউ ২০০ গ্রাম করেও কিনছেন দাম বেশি হওয়ার কারনে

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।