জয়পুরহাটে ২ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনI

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু>
জয়পুরহাটে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ২ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের সবুজনগর এলাকায় জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’র আয়োজনে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি।
উদ্বোধনী অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন দুদু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. খুরশিদ আলম, জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম, পরিচালক মর্তুজা আকতার বানু, জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক আফতাব আলী, খোরশেদ আলম, ওবায়দুল ইসলাম, জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনূর রহমান প্রমুখ।
এই মেলায় ২৮টি স্টল স্থান পেয়েছে। এই মেলার উদ্যেশ্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন ও বিপণনে সহায়তা করা, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ডিং ও ই-কমার্স বিষয়ক দক্ষতা উন্নয়নসহ ই-কমার্স সেবা বিস্তৃতিকরণের মাধ্যমে বাজার ব্যবস্থার উন্নয়ন করা।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।