মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
আজ রবিবার নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী কাচদহ ফাজিল মাদ্রাসার এবতেদায়ি শাখার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের কে মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে উপবৃত্তি প্রদান করা হয়।
আজ সকালে মাদ্রাসার মিলন আয়তনে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ মোহাম্মদ আলমগীর হোসেন। সভাপতি তার বক্তব্যে বলেন,” মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে আমরা নিয়োজিত।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, প্রভাষক মিজানুর রহমান আরবি, গভর্নিং বডির সদস্য এরশাদুল হক ও অভিভাবকবৃন্দ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির ব্যবস্থা থাকলেও আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী শাখার (প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত) সরকার কোন প্রকার উপবৃত্তি প্রদান করেন না। তাই শিক্ষার্থীদের কে মাদ্রাসামুখী করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ উপবৃত্তির ব্যবস্থা চালু করেছেন।
উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের প্রত্যেককে ৫০০ টাকা করে উপবৃত্তি প্রদান করা হয় বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন ।
মন্তব্য করুন