নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলায় ‘মিজান ইজি ইংলিশ’ এ মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা ছাড়াও শিক্ষা সহায়ক হিসেবে কাজ করে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের শিক্ষাকে অনেকে ছায়া শিক্ষা হিসেবে গণ্য করে থাকেন। দিনাজপুর জেলার নবাবগঞ্জে এমনই একটি ছায়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে ‘মিজান ইজি ইংলিশ’ এর ব্যানারে। প্রতিষ্ঠানের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এরই মধ্যে শিক্ষা সচেতন মহলের কাছে সুনাম কুরিয়েছে। প্রতিষ্ঠানটি নবাবগঞ্জ উপজেলার উপজেলা গেট সংলগ্ন প্রিন্সিপাল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত।
আজ ( ১৫/১২/২৩) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও দোয়ার অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দাউদপুর ইউনিয়নের সুযোগ্য ও জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহসান হাবীব।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ কারিগরি কলেজ এর সম্মানিত অধ্যক্ষ জনাব আবু হেনা মোস্তফা কামাল। সম্মানিত অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজিদুর রহমান রানা, মোসাম্মৎ তানজিনা বেগম, আবু সাঈদ মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ সিরাজুল হক, মোছাম্মদ লুৎফা বেগম, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন প্রমুখ।
পুরস্কার বিতরণী ও দোয়ার এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ খালিদ হাসান মিতুল, মোছাম্মৎ কোরাইশী জিনাত শর্মী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক সাজিদুর রহমান রানা, অভিভাবক মোছাম্মদ ফরিদা ইয়াসমিন, অভিভাবক আবু সাঈদ মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক ধনঞ্জয় কুমার রায়, আমন্ত্রিত অতিথি অধ্যক্ষ জনাব আবু হেনা মোস্তফা কামাল এবং প্রধান অতিথি মোহাম্মদ আহসান হাবীব চেয়ারম্যান।
বক্তারা এ সময় ‘মিজান ইজি ইংলিশ’ এর ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন প্রকারের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে মিজান ইজি ইংলিশ এর শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ইসমাইল হোসেন (বাংলা), অধ্যাপক মনিরুজ্জামান (পদার্থ), প্রভাষক ধনঞ্জয় কুমার রায়, প্রভাষক শফিকুল ইসলাম (জীববিজ্ঞান), সহকারী শিক্ষক মানসুর আলী (গণিত), সহকারী হিসেবে আলমগীর হোসেন (বাওবি) প্রমুখ।
অনুষ্ঠানে গত নভেম্বর মাসে ‘মিজান ইজি ইংলিশ’ এর প্রাত্যহিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হওয়ায় তিনজন কৃতি ছাত্রকে মিজান ইজি ইংলিশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন যথাক্রমে শাফি আহমাদ, সৈয়দ গোলাম কিবরিয়া রাফি ও রাফি আহমাদ।
এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেন কোরাইশী, শাফি, মিতুল, অপর্ণা ও রাফি।
পুরো অনুষ্ঠানটি গ্রন্থ না উপস্থাপনা ও পরিচালনা করেন অত্র মিজান ইজি ইংলিশের রসায়ন বিষয়ক প্রভাষক ধনঞ্জয় কুমার রায়।
মন্তব্য করুন