জয়পুরহাটে বিএনপিপন্থী আইনজীবিদের আদালত বর্জনI

Spread the love

জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবু>
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে আদালত বর্জন করেছে জেলা বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থী ও সমমনা আইনজীবিরা।
বুধবার সকালে আদালত বর্জন করে জেলা বার অ্যাসোসিয়েশনের ভবনের সামনে অবস্থান নেন তারা। এছাড়া আদালত চত্বরে আগত বিচার প্রার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা আইনজীবি ফোরামের সভাপতি এ্যাড. ছালামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক এ্যাড. শাহিনুর রহমান শাহীন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সহ সভাপতি এ্যাড. তানজির আল ওহাব, আইনজীবি ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এটিএম মিজানুর রহমান, এ্যাড. আহসান হাবিব চপল, সাধারণ সম্পাদক এ্যাড. আবু হেনা কবির প্রমুখ।
বক্তারা জানান, আগামী ৭ই জানুয়ারি ২০২৪ নির্বাচন একটা প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে কেহ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন না। ভোট দিতে গেলেই ফাঁদে পড়ে যাবেন। যে মার্কাতেই ভোট দিবেন, সে মার্কাই শেখ হাসিনার মার্কা বলে উল্লেখ করেন তারা।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।