জয়পুরহাট প্রতিনিধিঃওমর আলী বাবু
জয়পুরহাট অসহায় মানুষের মাঝে প্রায় ৮হাজার শীতবস্ত্র বিতরণ করছে জয়পুর হাট পৌরমিয়র।বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কিতরণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বাবারে ঠাণ্ডার মধ্য বড়ই কষ্ট।ঠাণ্ডার জ্বালায় সারারাত চোখের পাতা এক করতে পারিনা।ভাঙা জানালা দিয়ে শির শির করে আসা বাতাস গোটাগাও বরফ হয়ে যায়।কম্বলটা দিয়া মোক বাঁচালি বাবা।খায়া থাকো আর না খায়া থাকো চোখের পাতাটাতো এক করা পারমু’। জয়পুরহাট পৌর মিয়রের দেওয়া কম্বল হাতে পেয়ে কথা গুলো বলছিলেন জয়পুরহাট পৌর সভার শাপলা নগর মহল্লার বৃদ্ধা জোবেদা বেওয়া।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে গোড়ীয়া কান্ত মহল্লার দরিদ্র নারী নাজমা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ বাবা।হামাগরে এই বিপদে মেয়র মোস্তাক শীত বস্ত্র দয়ি সোহায্য করলো।আল্লাহ যনে তার বালবাচ্চাক সেুখ শোন্ততি রোখ’ে।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষ গুলোর শীত নিবারনের চষ্টো করছি মাত্র।সমাজরে বিত্তবানরা যার যার অবস্থান থেকে এইসব হতদরিদ্র মানুষের পাশে দাড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটাহলেও হাসি ফোটানো সম্ভব।’
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,এই শীতে জয়পুরহাটের হতদরিদ্র মানুষ গুলো কম্বল পেয়ে অনেক খুশি পৌরমিয়রের মতো সমাজের বিত্ববানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো।
এসময় প্যানেল মেয়র ইকবাল হোসনে সাবু,পৌরসভার নির্বাহী র্কমর্কতা মোস্তাফজিুর রহমান, পুরানা পৈল ইউনিয়ন পরষদের চেয়ারম্যান খোরশদে আলম সৈকত,মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ আহমদ তমাল, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা উপস্থতি ছিলেন।
মন্তব্য করুন