ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইরি ধান আবাদকে সামনে রেখে বিদ্যুতের লোডশেডিং কৃষক দিশেহারা হয়ে পড়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শতকরা ৯৫ভাগ কৃষক। তাদের ইরি ধান আবাদের উপর জীবন- জীবিকা, সংসার চালানো সহ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হয়। এর মধ্যে বিদ্যুতের লোডশেডিং শুরু হলে ২-৩ ঘন্টায়ও আসে না। ইরি ধান আবাদের জমিতে মোটর বা গভীর নলকূপ থেকে পানি নিতে রাত- দিন সিরিয়াল নিতে হচ্ছে। এরপর সিরিয়ালের পানি আবাদি জমিগুলোতে দেয়া শেষ হতে না হতেই আবারও বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে বাগ-বিতন্ডাও ঘটছে। এ ব্যাপারে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সরে জমিনে তদন্ত করে ইরি ধান আবাদি জমিগুলোতে বিদ্যুত চালিত সেচ যন্ত্রগুলো থেকে পানি দেয়া নিশ্চিত করতে এলাকাবাসী জোর দাবি জানান।
মন্তব্য করুন