ঘোড়াঘাটে ইরি ধান আবাদ সামনে রেখে বিদ্যুতের লোডশেডিং কৃষক দিশেহারা

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইরি ধান আবাদকে সামনে রেখে বিদ্যুতের লোডশেডিং কৃষক দিশেহারা হয়ে পড়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শতকরা ৯৫ভাগ কৃষক। তাদের ইরি ধান আবাদের উপর জীবন- জীবিকা, সংসার চালানো সহ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হয়। এর মধ্যে বিদ্যুতের লোডশেডিং শুরু হলে ২-৩ ঘন্টায়ও আসে না। ইরি ধান আবাদের জমিতে মোটর বা গভীর নলকূপ থেকে পানি নিতে রাত- দিন সিরিয়াল নিতে হচ্ছে। এরপর সিরিয়ালের পানি আবাদি জমিগুলোতে দেয়া শেষ হতে না হতেই আবারও বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে বাগ-বিতন্ডাও ঘটছে। এ ব্যাপারে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সরে জমিনে তদন্ত করে ইরি ধান আবাদি জমিগুলোতে বিদ্যুত চালিত সেচ যন্ত্রগুলো থেকে পানি দেয়া নিশ্চিত করতে এলাকাবাসী জোর দাবি জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।