ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা চাষে কৃষক লাভবান হওয়ায় এর আবাদ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, উপজেলার কৃষকরা প্রতি কৃষকই এর আবাদ শুরু করেছেন। কারণ ভুট্টার চাষ করার পর ভুট্টার গাছ, মাড়াইয়ের পর এর মোচাগুলো ভর বছর কৃষক জ্বালানি কাজে ব্যবহার করছেন এবং ভুট্টা দ্বারা মাছের খাবার, মুরগির খাবার, গরুর খাবার ও ভুট্টার আটা তৈরি করে কৃষক ভর বছরই রুটি খেতে পারছেন। শুধু তাই নয়, ভুট্টার আটা থেকে সুস্বাদু খাবার বিস্কুটও তৈরি হচ্ছে। এ কারণে ঘোড়াঘাটে ভুট্টার চাষ লাভবান হওয়ায় এর আবাদ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। ফলনও ভালো, ৩৩ শতাংশ জমিতে ভুট্টার আবাদ করলে ৩৫-৪০ মণ ভুট্টা হয়ে থাকে। তাই ঘোড়াঘাট উপজেলার কৃষকরা ভুট্টা চাষে লাভবান হওয়ায় এর আবাদের প্রতি কৃষক ঝুঁকে পড়েছেন।
মন্তব্য করুন