শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত বর্ধিত

Spread the love

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময়েই শেষ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। উৎকন্ঠায় উদ্বিগ্ন শিক্ষক,  অভিভাবক ও শিক্ষার্থীরা। সবাইকে স্বস্তি দানের লক্ষ্যে এবং তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শিক্ষা অধিদপ্তর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। যা আগামী ২১ তারিখ থেকে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত বহাল থাকছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে  এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তিন দিনের জন্য দেশজুড়ে তাপপ্রবাহ জন্য সতর্কবার্তা বা হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।