ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পাকা রাস্তার সঙ্গে বেরিকেট যে কোন সময় প্রাণহানী ঘটার অভিযোগ। জানা যায়, ঘোড়াঘাট পৌর ওসমানপুর বাজারে ঘোড়াঘাট হাসপাতালের প্রাচীরের উত্তর পার্শ্বে রানীগঞ্জ-ওসমানপুর পাকা সড়কে ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিস থেকে মাত্র ৫শ গজ দূরে এ বেরিকেটটি জনবহুল রাস্তায় দেয়া হয়েছে। যে কোন ট্রাক, বাস, টেম্পু, ইজিবাইক এবং ভ্যান সেখানে সাইড হয়ে পারাপারের সময় বেরিকেটটি রাস্তা থেকে ১.৫ ফিট উঁচু থাকায় যে কোন সময় গাড়ি উল্টে প্রাণহানীর আশঙ্কা ঘটতে পারে। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে সে জানান, বেরিকেটটি আমিও দেখেছি, এর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ঘোড়াঘাট পৌর ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গে কথা বললে সে জানান, আমি বিল্ডিং মালিক আব্দুল মিয়াকে বেরিকেটটি দিতে নিষেধ করলেও সে আমার কথা শোনেনি। এ ব্যাপারে এলাকাবাসী বেরিকেটটি সরেজমিনে তদন্ত করে প্রাণহানীর মত দূর্ঘটনা থেকে বাঁচাতে দিনাজপুর জেলা প্রশাসক মহাদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন