রাত পোহালেই চতুর্থ ধাপে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ।

Spread the love

 

মোঃ হাফিজুর রহমান মিলন, ভ্রাম্যমান প্রতিনিধি, নবাবগঞ্জ নিউজ।

 

রাত পোহালেই বুধবার (৫ জুন) ২০২৪ ইং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ জুন) দুপুর ২ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জামাদি বুঝিয়ে দেন। প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনি সরঞ্জামাদি ও আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। এবার নির্বাচনে উপজেলার ৭৩ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৯৪ হাজার ৭৫ জন ‌। পুরুষ ভোটার সংখ্যা, ৯৭ হাজার ৮ শত ৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৯৬ হাজার ২শত ৪২ জন। অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহকারি রিটার্নিং অফিস কর্তৃক প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসার ছাড়াও সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে বিজিবি, র‍্যাব, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, আনসার ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ মোতায়েনসহ সংশ্লিষ্ট অন্যান্য জনবল নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষনিক আইনগত সহায়তা প্রদান ও ম্যাজিষ্ট্রেরিয়াল দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও নিয়োজিতরা তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সমূহে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স নিয়োজিত করার মাধ্যমে নির্বাচনে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।