মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে টয়লেটের কুয়ায় পড়ে মা – ছেলে সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৪ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের উদয়পুর নয় আনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ঈদা মিয়া (৩৫) ও পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিয়া (৩৬)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটার জন্য জন্য মই দিয়ে জাংলাতে উঠলে টয়লেটের ঢাকনা ধসে ভিতরে পড়ে যায়। তার চিৎকারে মাকে বাঁচাতে ছোট ছেলে ঈদা মিয়া পায়খানার গর্তে নেমে মাকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। পরে প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবনুল মিয়া এগিয়ে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে তাদের সাঁড়া শব্দ না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।
খবরপেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পায়খানার গর্তে আটকা পড়াদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। পরে জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, স্থানীয় চেয়ারম্যান হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান উজ্জ্বল প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মন্তব্য করুন