ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোডশেডিং কেন এ নিয়ে জনগণের মধ্যে হাজারো কথা তদন্তের প্রয়োজন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলা বিদ্যুৎ অফিস থেকে বর্তমানে প্রায় ২ মাস থেকে গভীর রাতে বিদ্যুতের দেড়-দুই ঘন্টা পর্যন্ত লোডশেডিং দেয়া হচ্ছে। এ বিদ্যুতের লোডশেডিং এর কারণে পরের দিন শোনা যায় ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অ লে কোথাও না কোথাও বিদ্যুতের ট্রান্সফরমার বা মিটার অথবা গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলার জনগণের মধ্যে হাজারো প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর আগে ঘোড়াঘাট উপজেলা পলী বিদ্যুৎ অফিস থেকে গভীর রাতে কোনো বিদ্যুতের লোডশেডিং ছিল না। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দূর্ণাম করার জন্য এ লোডশেডিং না চোরদের সঙ্গে বিদ্যুৎ অফিসের কোনো লোকের সঙ্গে যোগাযোগ আছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসী জোর দাবি জানান।
Oh
মন্তব্য করুন