জয়পুরহাট সংবাদদাতাঃ ওমর আলী বাবু
দেশের বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ৪ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৪-২৫ রোপন মৌসুমের আখ রোপন উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনস্থ ৯ টি চিনিকলে একযোগে ২০২৪-২৫ মৌসুমের আখ রোপন কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাট চিনিকলের আখ রোপন কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
রবিবার দুপুরে মিলের কৃষি বিভাগের উদ্যোগে জয়পুরহাট চিনিকলের পাঁচবিবি সাবজোনের মহিপুর কেন্দ্রে আখ রোপণ এর শুভ উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জি এম (কৃষি) কৃষিবিদ তারেক ফরহাদ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি খাজা নাজীম উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আখচাষি বৃন্দ।
প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান বলেন, আগাম আখ চাষে দ্বিগুন ফলন হয়। তাই সঠিক সময়ে উন্নত বীজের আখ রোপন করে ফলন বৃদ্ধির মাধ্যমে চিনি শিল্প রক্ষায় আখ চাষী সহ সকলকে এগিয়ে আসার আহŸান জানান।
মন্তব্য করুন