এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক মহাজোটের সাক্ষাৎ

Spread the love

মিজানুর রহমান, নিজস্ব  প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোট এর নেতৃবৃন্দ আজ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এর সাথে সাক্ষাৎ করেন।
এসময় মহাজোটের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ, গণতান্ত্রিক শিক্ষক শক্তির মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবুল, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহ- সভাপতি মোঃ সাহিদুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের মহাসচিব মোঃ আবুল বাশার, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষরদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তালেব সোহাগ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
শিক্ষা উপদেষ্টার সাথে একান্ত এ বৈঠকে মহাজোট নেতৃবৃন্দ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে কয়েকটি দাবি পেশ করেন। দাবিগুলো হলো: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যেগ গ্রহণ,  পূর্ণাঙ্গ ঈদ বোনাস, বেসরকারী শিক্ষক- কর্মচারীদের ১০০০ টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা মেডিকেল ভাতা রহিত করে নিয়মানুযায়ী বাড়িভাড়া ও মেডিকেল ভাতা কার্যকর করা, সহকারী শিক্ষকদের ন্যায় সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগও এনটিআরসি’র মাধ্যমে করা, শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষায় কাম্য উদ্যেগ গ্রহণ করা, বর্তমান শিক্ষা কারিকুলাম সম্পূর্ণরূপে বাদ দিয়ে যুগোপযোগী কারিকুলাম প্রবর্তন করা, যে কোন কারিকুলাম প্রণয়নে শিক্ষক প্রতিনিধি নিশ্চিত করা।
শিক্ষা উপদেষ্টা মহাজোট নেতৃবৃন্দের দাবি-দাওয়া অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন। সবশেষে শিক্ষক নেতৃবৃন্দ আসন্ন বিশ্ব শিক্ষক দিবসে অনুষ্ঠিতব্য  জাতীয় অনুষ্ঠানে উপদেষ্টাকে নিমন্ত্রণ জানালে তিনি উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেন।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।