ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্য স্যানেটারীর তদারকি না থাকায় হোটেল, রেস্তোরা গুলোতে বিক্রি হচ্ছে পঁচা, বাসি খাবার, খেয়ে আরও অসুস্থ হচ্ছে মানুষ। জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২শতাধিক হোটেল, রেস্তোরা রয়েছে। হোটেল, রোস্তোরা গুলোতে নেই কোনো বিক্রির নিয়ম-কানুন। কারণ হোটেল, রেস্তোরাগুলোতে যে কোনো খাবার তৈরি করার পর নেট জাল দিয়ে ঢাকিয়ে রাখতে হবে। যাতে ধুলা-বালি, মশা-মাছি বসতে না পারে। কিন্তু হোটেল মালিকরা তা না করায় মশা মাছি খাদ্যের উপরে ভনভন করে পড়ে এবং ঘোড়াঘাট উপজেলার হাট বাজার গুলোতে হোটেল, রোস্তোরায় রাতে খাবার বিক্রির পর যে সমস্ত খাবার গুলো অবশিষ্ট থাকে ঐ সমস্ত খাবারগুলো পরেরদিন সকালে আবারও গরম করে মানুষকে খাওয়ানো হচ্ছে। এতে ঐ সমস্ত খাবার খেয়ে অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছে। এ ব্যাপারে এলাকাবাসী জেলা স্বাস্থ্য স্যানেটারীর সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান।
মন্তব্য করুন