ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি অফিসে কে এই আখতারুজ্জামান সরকারী ছুটি সপ্তাহে ২দিন হলেও সে ৩ দিন কাটাচ্ছে বলে
অভিযোগ উঠেছে। জানা যায়, সরকারী আইন কানুনে বলা রয়েছে যে, কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী সরকারী চাকুরী করতে হলে সরকারী অফিস তার কর্মস্থল থেকে ১-২ কি.মি. এর মধ্যে থাকতে হবে। কারণ সরকারী নিয়মে টাইম টু টাইম অফিস করতে হবে। যাতে সরকারী অফিসে কাজ করতে আসা জনগণ হয়রানীর শিকার না হয়। এসবের কিছুই মানছেন না ঘোড়াঘাট ভূমি অফিসে চাকুরীরত আখতারুজ্জামান। কারণ সে বৃহস্পতিবার বেলা ১১-১২ টায় তার বাড়ী ১০৫ কি.মি. দূরে সেখানে যায়। আবার রবিবার দুপুর ১২টা থেকে ১টায় যানবাহন যোগে বাড়ী থেকে আসে ঘোড়াঘাট ভূমি অফিসে তার কর্মস্থলে। এতে ঘোড়াঘাটে শতকরা ৯৫ভাগ কৃষক আখতারুজ্জামানের নিকট কাজ করতে এসে সারাদিন বসে থাকায় কৃষি কাজের চরম ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে ঘোড়াঘাট ভূমি অফিসের দূর্নীতিবাজ আখতারুজ্জামান কবে যোগদান করেছেন সে থেকে এ পর্যন্ত কাগজপত্র দেখে সপ্তাহে ১ দিনের টাকা সরকারী কোষাগারে জমা নিতে তদন্তপূর্বক দূর্নীতি দমন দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার অভিজ্ঞ মহল।
মন্তব্য করুন