সাবেকমন্ত্রী ও বাংলাদেশ জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর আব্বাস আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Spread the love

জয়পুরহাট সংবাদদাতাঃ ওমরআলীবাবু
সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ, জয়পুরহাট এর প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস আলী খান রহঃ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং রুহের মাগফেরাত উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অত্র একাডেমি এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ছিদ্দীকুল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা জামায়াতের ইসলামী আমীর ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল,তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত সেক্রেটারি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, প্রকৌশলী আব্দুল বাতেন, মাওলানা মাহমুদুল হাসান, এস এম রাশেদুল আলম সবুজ সহ ট্রাস্ট এর নবনির্বাচিত সকল সদস্য ও বিভিন্ন পর্যায়ের দায়িত্ব শীল বৃন্দ ও কলেজের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আব্বাস আলী খান ছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান রাজনীতিক, ইতিহাসবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগঠক। ১৯৯৯ সালের ৩ অক্টোবর মহান আল্লাহ সুবহানা তায়ালার ডাকে সাড়া দিয়ে পরপারে মহান স্রষ্টার সান্নিধ্যে চলেযান।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।