ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারী কাজে মৎস্য কর্মকর্তার অবহেলা নির্বাহী কর্মকর্তার কড়া বক্তব্য হলেও কাজে কর্মহীন বলে জনগণ ধারণা করছেন। জানা যায়, গত ২ মাস ১৫ দিন পূর্বে বাংলাদেশ সাবেক সরকারের মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়। এর ধারাবাহিকতায় ঘোড়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য সপ্তাহের আয়োজন করে। ওই মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। শুরু হয় ঘোড়াঘাট উপজেলা হল অডিটরিয়ামে মৎস্য সমিতির লোকজনের ভালো-মন্দ নিয়ে বক্তব্য। তাদের বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথি ঘোড়াঘাট সাবেক পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন তার বক্তব্যে কড়া ভাষায় বলেন, আমাদের ঘোড়াঘাটে মহিলা নদী, করতোয়া নদী সহ খাল-বিলে ক্যারেন্ট জাল ও শয়তান জাল দিয়ে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরে নিধন করা হচ্ছে। এর পরেই ওই অনুষ্ঠানে শুরু হয় ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের কড়া বক্তব্য। তিনি বক্তব্যে বলেন, আমি এ অনুষ্ঠান শেষে ওই এলাকায় ক্যারেন্ট জাল ও শয়তান জাল ধরার জন্য যাবো। কিন্তু ওই মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষে নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম তার কার্যালয়ে ফিরে গেলেও আজ পর্যন্ত কোনো পোনা মাছ ও ডিমওয়ালা মাছ নিধনকারী ক্যারেন্ট জাল ও শয়তান জাল আটক করা হয়নি। এ ব্যাপারে জনগণের ধারণা নির্বাহী কর্মকর্তা বক্তব্যই জানেন, কিন্তু কাজে কর্মহীন। অপর দিকে ঘোড়াঘাট মৎস্য কর্মকর্তারা প্রতি বছরই নদী এলাকা থেকে ক্যারেন্ট জাল ও শয়তান জাল আটক করে উপজেলার সামনে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিলেও বর্তমান মৎস্য কর্মকর্তাকে সরকারী কাজের অবহেলায় কোনো ক্যারেন্ট জাল ও শয়তান জাল আটক করতে দেখা যায়নি।
মন্তব্য করুন