জয়পুরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় ১  নাগরিক আটক

Spread the love

জয়পুরহাট সংবাদদাতাঃ ওমর আলী বাবু।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী মোঃ মন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।গতকাল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ।২০ বিজির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, রাত সাড়ে চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী এবং নায়েক আব্দুর রহিম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উচনা নামক স্থানে অভিজান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে। ভবিষ্যতেও অবৈধ সীমান্ত পারাপার রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকের পর মিন্টু মন্ডল এর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে মানব পাচারের সাথে জড়িত এবং এ সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকত্বের ভূয়া কাগজ পত্র তৈরি করে বলে জামান তিনি।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।