নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

Spread the love

 

 

রনজিত রায় ‘স্টাফ রিপোর্টার, নবাবগঞ্জ নিউজ।

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুর নবাবগঞ্জ রবিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশমন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফা, ,আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্ব, প্রয়োজনীয়তা উল্লেখ বক্তব্য রাখেন । উপজেলা আনছার ভিডিবি কর্মকর্তা রেজেনা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমতিয়াজ হোসেন , ২ নং বিনোদনের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সহ শিক্ষক, শিক্ষার্থী ,সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যেকোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।