নবাবগঞ্জে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন l

Spread the love

 

রনজিত রায় ‘নবাবগঞ্জ নিউজ।

দিনাজপুরের নবাবগঞ্জে কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরে রবিবার (১৩ অক্টোবর) দেবী মর্ত্যলোক ছেড়ে বিদায় নেন। অশ্রুসজলে  প্রতিমা বিসর্জন করলেন সনাতন সম্প্রদায়েরা,।সারা দেশের ন্যায় নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণুমন্দিরে বিকেল পাঁচ টায়  সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মাধ্যমে বিদায় যাত্রা শুরু হয় । বিসর্জনের শুরুতেই সনাতন ধর্মাবলম্বী সকল মহিলা-পুরুষ আবিরের রঙে মেতে উঠে এর পরে তর্পণ ঘাট মন্দির সংলগ্ন করোতোয়া  নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেন।শারদীয় দূর্গা পূজা শুরু থেকে প্রতিমা বিসর্জনের শেষে দিন পর্যন্ত  নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা।বিসর্জন দিতে আশা ভক্তবৃন্দরা বলেন, দেবী দুর্গামা যেন অশুভ শক্তিকে বিনাশ করে, শুভ শক্তির আবির্ভাব ঘটান, পরিবার-পরিজন সহ দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এমনটাই চাওয়া ভক্তবৃন্দদের।বিদায়টা কষ্টের হলেও সামনে বছর আবার আসবে এই প্রত্যাশায় আনন্দিত।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।