রনজিত রায় ‘
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার (১৫ অক্টোবর)বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের আয়োজনে রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজ , উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফিক মোস্তফা , মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক , সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা , প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমা আক্তার ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে-এ শেফা , আনছার ভিডিবি কর্মকর্তা রেজেনা পারভীন , নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
মন্তব্য করুন