ঘোড়াঘাটে হাত বাড়ালেই মাদক যেন স্বর্গের রাজ্যে পরিণত যুব সমাজ ধ্বংসের মুখে

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক যেন স্বর্গের রাজ্যে পরিণত যুব সমাজ ধ্বংসের মুখে দেখার কেউ নেই বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট থানায় পূর্বের ওসিগণ সরকারী দায়িত্ব পালনের সময় মাঝে মধ্যে মাদকের উপর ঝটিকা অভিযান পরিচালনা করে মাদক সহ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছিল। আর মাদকের মধ্যে ছিল ইয়াবা, পেন্টাডল, লোপেন্ডা, গাজা ইত্যাদি মাদকদ্রব্য। বর্তমানে আদিবাসীদের বাড়িতে দেশীয় চোলায় মদ তৈরি করে বিক্রি করছে আদিবাসীরা। আর চোখে না দেখলে বিশ্বাস করার কথা নয়। সন্ধ্যার পর ঘোড়াঘাট উপজেলার আদিবাসী গ্রামগুলোতে মাদক কেনা ও খাওয়ার জন্য যুব সমাজ মনে হয় স্বর্গের রাজ্যে পরিণত করেছে। ঘোড়াঘাট থানায় ওসি নাজমূল হক যোগদানের পর কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেফতার না করায় মাদক ক্রয়-বিক্রয় ও খাওয়ায় যেন স্বর্গের রাজ্যে পরিণত হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষার্থে দিনাজপুর মাদক দ্রব্য অধিদপ্তর কর্তৃক সরেজমিনে তদন্ত করে ব্যাবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।