নবাবগঞ্জে জোর করে জমির ধান কেটে নেয়ার হুমকি 

Spread the love

রনজিত রায় ‘স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জে ৩ সনাতন  পরিবারের চাষ করা  জমির ধান কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছে। ফলে চলতি আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঐ তিন পরিবার। কৃষকরা হলেন, উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত উপিন চন্দ্র সরকারের ছেলে দিলীপ কুমার সরকার একই গ্রামের বিরেন বর্মনের ছেলে মনোরঞ্জন বর্মণ ও খট্টু বর্মনের ছেলে সুখারু বর্মন ।
গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাদের পক্ষে জমির মালিক রেজোয়ান বাদশা।
অভিযোগ সৃত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় রেজোয়ান বাদশার ডাংশেরঘাট গ্রামের ৮৯০ দাগের ১ একর জমির আদিয়ার হিসেবে চাষাবাদ করে আসছিল পাহাড়পুর গ্রামের দিলীপ, বিরেন ও সুখারু বর্মন । বর্তমানে এসব জমিতে আমন ধান চাষ করা হয়। এখন ধান গুলো কাটার উপক্রম ।
এমতাবস্থায গেল মঙ্গলবার ডাংশের ঘাট গ্রামের নুরুল ইসলাম (ঘুটু),  তার স্ত্রী সাহানুর ও দুই ছেলে মাসুদুর ও মাজেদ জমির আদিয়ারদের জমির ধান কাটতে নিষেধ করে বলে “এসব ধান আমরা কাটব” , এই জমিতে না উঠতে নিষেধ করে নানান হুমকি দেয় তারা। ফলে চরম উৎকণ্ঠায় পড়ে সনাতন ধর্মের এই তিন পরিবার।
ঐ জমির আদিয়ার দিলীপ কুমার সরকার জানান, “অন্যের জমি আদিয়া‌র হিসাবে জমি চাষ করে জীবন ধারণ করি, এখন আমরা যদি এই জমির ধান কাটতে না পারি তাহলে তাদের সংসার চলবে কিভাবে? ” এনিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তিনি।
আর এক আদিয়ার সুখারু বর্মন জানান, জমির মালিকানা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে সেজন্য আমাদের চাষ করা ধান যেন অন্যায় ভাবে তারা না কেটে নিতে পারে এজন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, সংখ্যালঘু পরিবারের চাষ করা জমিতে হুমকি দিয়েছে এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।