ঘোড়াঘাটে ৮’শ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ সহ একজন গ্রেফতার।

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চাল বোঝাই ট্রাক থেকে ভারতীয় ৮’শ বোতল ফেন্সিডিল জব্দসহ ট্রাকের হেলপারকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক, হেলপার ও ট্রাকের মালিকের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
আটককৃত ট্রাকের হেলপার দিনাজপুরের চিরির বন্দর উপজেলার তুলশীপুর গ্রামের উমর আলীর ছেলে দিলদার আলী (৩৬)। মামলার অপর আসামীরা হলেন, গাড়ীর চালক চিরিরবন্দর উপজেলার তুলশীপুর মাজাপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে রানা মিয়া (৩২) এবং ট্রাক মালিক ফুলবাড়ী উপজেলার খোয়ারপাড়া গ্রামের মৃত ওফিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৪)।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, শনিবার (২০ শে মার্চ) মধ্যরাতে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হরিপাড়া বাজার এলাকায় চেক পোষ্ট বসিয়ে গাড়ীর তল্লাশীকালে ঢাকাগামী চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪০০৪) থামার সংকেত দিলে গাড়ীর চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।
পরে চেকপোষ্টে থাকা থানার উপ-পরিদর্শক ফজলার রশিদ ও সঙ্গীয় ফোর্স চাল বোঝাই ট্রাকটিতে ব্যাপক তল্লশী করে । তল্লাশী করে চালকের পিছনের সীটের নিচে দুটি চটের বস্তা ও কেবিনের উপর রাখা দুটি চটের বস্তার ভিতর থেকে ৮’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকের হেলপার, মালিক ও চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং ১৬ তারিখ ২০-০৩-২১ইং। গ্রেফতার হওয়া হেলপার কে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে চাল বোঝাই ট্রাক থেকে ৮’শ বোতল ফেন্সিডিল জব্দ


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।