জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
জয়পুরহাটজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জয়পুরহাট কেন্দীয় মসজিদ চত্বরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্য অনুসরণের জন্য সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার ওয়াজেদ আলী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান,সদর উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,মহিলা ভাইস্ চেয়ারম্যান ফারহানা রহমান বিথী,সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহানসহ অন্যান্যরা।
পরে গণ পরিবহন ও জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করা হয়।
মন্তব্য করুন