ঘোড়াঘাটে তথ্য আপা’র উঠান বৈঠক I

Spread the love

ঘোড়াঘাট ( দিনাজপ্রু) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫শে মার্চ) সকাল সাড়ে ১১টায় ঘোড়াঘাট উপজেলা তথ্যসেবা কেন্দ্রের আয়োজনে, উপজেলার নন্দনপুর গ্রামে তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, তথ্যসেবা কেন্দ্রের তথ্যসেবা সহকারী মোছাঃ মৌসুমী খন্দকার ও আনজিরা তালুক্দার তনুজা প্রমুখ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।