ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয় এর দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কর্তৃক কেন্দ্রীয় ভাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২১ এর উদ্বোধনের পর দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকদের কাছ থেকে ২৭ কেজি দরে ১১৩১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নিয়ে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট এলএসডি খাদ্য গুদামে এ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, ওসিএলএসডি মোঃ রেজবানুল হক, মোঃ শাহারিয়ার কবির প্রমূখ।
চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আগ্রহী চাষিদের নিবন্ধন করে লটারির মাধ্যমে বাছাই করে ১১৩১ মেট্রিক টন ধান ২৭ টাকা কেজি দরে ক্রয় করবে সরকার।
মন্তব্য করুন